করোনাভাইরাসের প্রকোপে যখন মিশরের সকল মসজিদ বন্ধ হয়ে গিয়েছে। তখন তিনি মুসল্লিহীন মসজিদে উপস্থিত হয়ে এই দোয়াটি পাঠ করেছেন। এই দোয়াটি «الهی یا علیم یا علام» “এলাহী ইয়া আলীমু ইয়া আল্লাম” নামে পরিচিত।
এই দোয়ার মাধ্যমে আবদুল ফাত্তাহ তারাওয়তী মিশরে করোনায় আক্রান্ত সকল রোগীর সুস্থতার জন্য দোয়া করেন। iqna