IQNA

করোনা থেকে বাঁচতে আবদুল ফাত্তাহ তারাওয়তীর বিশেষ দোয়া| ভিডিও

15:32 - April 14, 2020
সংবাদ: 2610593
তেহরান (ইকনা)- করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য মিশরের প্রসিদ্ধ ক্বারি আবদুল ফাত্তাহ তারাওয়তী বিশেষ একটি দোয়া পাঠ করতে বলেছেন।

করোনাভাইরাসের প্রকোপে যখন মিশরের সকল মসজিদ বন্ধ হয়ে গিয়েছে। তখন তিনি মুসল্লিহীন মসজিদে উপস্থিত হয়ে এই দোয়াটি পাঠ করেছেন। এই দোয়াটি «الهی یا علیم یا علام» “এলাহী ইয়া আলীমু ইয়া আল্লাম” নামে পরিচিত।

এই দোয়ার মাধ্যমে আবদুল ফাত্তাহ তারাওয়তী মিশরে করোনায় আক্রান্ত সকল রোগীর সুস্থতার জন্য দোয়া করেন।  iqna

 

captcha